| সোমবার, ১২ মে ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জাতীয় পার্টির (জাপা) সাবেক নেতা পিরোজপুরের ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এর আগে রোববার প্রসিকিউটর মোহাম্মদ জাহিদ ইমাম এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। গত ২৯ এপ্রিল এ মামলার তদন্ত সম্পন্ন করে চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে তদন্ত সংস্থা। প্রতিবেদনের নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণসহ যাবতীয় বিষয় বিচার-বিশ্লেষণ করে পাঁচটি অভিযোগে ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর জাহিদ ইমাম।
পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি (পিস) কমিটির চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে ৭৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে মোট এক হাজার নয়শ’ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। আবদুল জব্বারের বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা, দুইশ’ জনকে ধর্মান্তরিত এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫৫৭টি বাড়িঘর ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে।
আবদুল জব্বারের বিরুদ্ধে ২০১৩ সালের ১৯ মে তদন্ত শুরু করে ২৮ এপ্রিল ২০১৪ সালে তদন্ত শেষ করা হয়। এতে মোট সাক্ষী হলো ৪৬ জন। এরমধ্যে ৪০ জন ঘটনার এবং ৬ জন জব্দ তালিকার সাক্ষী। ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের শ্বশুর ছিলেন স্থানীয় মুসলীম লীগ নেতা। আর জব্বার ছিলেন থানা শান্তি কমিটির চেয়ারম্যান। তিনি ১৯৫৬ সালে ইঞ্জিনিয়ারিং পাস করেন। বর্তমানে তার বয়স হবে আনুমানিক ৮০ বছর।
Posted ১০:৪৩ | সোমবার, ১২ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin