| বৃহস্পতিবার, ০৮ মে ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের ঘটনায় জেলার ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশের ছয় ইন্সপেক্টরসহ ৭৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এক যোগে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ হেড কোয়াটার থেকে এ আদেশ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ রদ বদল করা হয়েছে। অনতিবিলম্বে এ রদবদল কার্যকর হবে বলে তিনি জানান।
এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-১১ এর সিও সহ সাতজনকে প্রত্যাহার করা হয়। ওই সময় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার দুই ওসি প্রত্যাহার হয়নি। এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ডা. মুহিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি রুটিন বদলি।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যায় বলে অপহৃতদের পরিবার অভিযোগ তোলে। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে অপহৃতদের লাশ ভেসে ওঠে, যাদের অপহরণের পরপরই হত্যা করা হয়েছিল বলে ময়না তদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন।
Posted ১০:০০ | বৃহস্পতিবার, ০৮ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin