| বুধবার, ০৭ মে ২০১৪ | প্রিন্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুটি মামলা মহানগর দায়রা জজ আদালত থেকে সরিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে স্থানান্তর করা হয়েছে। সেখানে মহানগর দায়রা জজ আদালতের বিচারকই বসবেন। নিরাপত্তাজনিত কারণে মামলাটি স্থানান্তর করা হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে বহুসংখ্যক আদালতে মামলার বিচার কার্যক্রম পরিচালিত হওয়ায় এলাকাটি আদালত চলাকালীন জনাকীর্ণ থাকে। এ কারণে নিরাপত্তাজনিত কারণে ফৌজদারি কার্যবিধির ৯(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার মামলাগুলো পরিচালনার জন্য ওই (আলিয়া মাদ্রাসা মাঠ) আদালতকে অস্থায়ী আদালত হিসাবে ঘোষণা করেছে।
ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাৎ মামলার বিচার চলছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে এই দুই মামলায় গত ১৯শে মার্চ অভিযোগ গঠন হয়। উল্লেখ্য আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচার সম্পন্ন হয়।
Posted ১২:৩৩ | বুধবার, ০৭ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin