| মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট
মোংলা (বাগেরহাট )প্রতিনিধি,
টানা ৩দিনের বৃস্টিতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে মোংলা সমুদ্র বন্দরের স্বাভাবিক কার্যক্রম। ব্যহত হচ্ছে বানিজ্যিক জাহাজের পন্য খালাস বোঝাই কাজ। রোববার দুপুর থেকে সোমবার বিকেল পর্যন্ত মোংলাসহ সুন্দরবন উপকুল জুড়ে একাটানা ভারিবৃস্টিপাত অব্যহত থাকে। ফলে ওই অঞ্চলে দূর্যোগপূর্ন আবহাওয়া বিরাজ করছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন জানান,বন্দরের পশুর চ্যানেলের বহিঃনোঙ্গর ও জেটিতে সার, ক্লিংকার, কয়লা ও মেশিনারীজ মালামালসহ ১৭টি বানিজ্যিক হাজাজ অবস্থান করছে। ভারি বৃস্টিপাতের কারনে এ সকল জাহাজের পণ্য খালাস ব্যহত হচ্ছে বলেও তিনি জানান।
এ দিকে দুর্যোগপূর্ন অবহাওয়ায় দূর্ভোগ বেড়েছে সাধারণ শ্রমজীবি মানুষের দৈনান্দিন কাজকর্মে। আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তার বুলেটিনে দেশের তিন সমুদ্র বন্দর সমুহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকুলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের অধিক্য বিরাজ করছে। বায়ুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসহ উপকুলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আবাস দিয়েছে আবহাওয়া অফিস। এ কারনে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি এসে সাবধনে চলাচল করতে বলা হয়েছে।
Posted ১৪:৩৫ | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum