| শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট
থুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলার ৮ নং শরাফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ওই এলাকার গরীবের বন্ধু সমাজ ও মানবীক কর্মী খ্যাত হাফেজ মো. ওয়াহিদুজ্জামান। গত ১৪ অক্টোবার বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার ও সংল্শীষ্ট ইউনিয়নের রিটানিংঅফিসার মো. মোসাদ্দেক হোসেনের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তার সঙ্গে উপস্হিত ছিলেন মুফতী মো. ফয়জুল করীম, মাও. ইব্রাহীম খলিল, মুফতী আউসাফুর রহমান, মো. আব্দুল হাই বিশ্বাস, মোস্তাফিজুর রহমান রুমী, জাহিদুল ইসলাম সরদার, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম শেখ, আব্দুল কুদ্দুস, মোকবুল হোসেন মোড়ল, আফজাল হোসেন, সাব্বির হোসেন, মোস্তাক আহমদ, অচিন্ত মন্ডল, বাবু জয়দেব, বাদশাহ্ মিয়া, আমির হোসেন, মশিউর রহমান, আব্দুর রহিমসহ স্হানীয় সামিজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। আগামী ১১ নভেম্বর ডুমুরিয়া উপজেলার ১৪ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী হাফেজ মো. ওয়াহিদুজ্জান ওই ইউনিয়নের সর্ব শ্রেনীর মানুষের কাছে একজন প্রসিদ্ধ সমাজ ও মানবীক কর্মী হিসেবে পরিচিত। এলাকার যে কোন ধর্মের যে কেউ যে কোন সমস্যায় পড়লে কি ভাবে তাকে সাহায্য সহযোগীতা করা যায় সেই চিন্তা নিয়ে তিনি ছুটে যান ক্ষতিগ্রস্থ ব্যক্তির কাছে। সুদীর্ঘ ১৩-১৪ বছর ধরেই তিনি এলাকার মানুষের বিপদাপদে তাৎক্ষনিক ছুটে গিয়ে বিপগ্রস্থ ব্যক্তির পাশেই দাড়ান এবং সাধ্যমত সমস্যা সমাধানের চেষ্টা করেন ।
বৈশ্বয়িক মহামারী করোনাকালীন সময়ে তিনি তার টিম নিয়ে খুলনা ,গোপালগঞ্জ, বাগেরহাট ও তার আশ-পাশ এলাকায় করোনায় মৃত ৯৬ জনের লাশ দাফন করেন। বিনামূল্যে অক্সিজেন সেবা, খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রীসহ করোনা প্রতিরোধে স্বাস্হ সুরক্ষা উপকরণ বিতরণ করেন। শীত মৌসুমে এলাকার অসহায় দুস্থ মানুষের মাঝে ব্যাপক শীত বস্ত্র বিতরন করেন।
সেবামূলক এসব কর্ম কান্ডের কারনে হাফেজ ওয়াহিদুজ্জামান ওই এলাকার মানুষের কাছে একজন জনদরদী সমাজকর্মী হিসেবে প্রাতষ্ঠিত। যে,কারনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তার নামটি এখন মানুষের মুখে মুখে। হাফেজ ওয়াহিদুজ্জামান একজন পরিক্ষীত সমাজকর্মী হওয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসী তাকে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন।
Posted ১৭:০৪ | শনিবার, ১৬ অক্টোবর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum