| রবিবার, ২০ জুন ২০২১ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে নিজস্ব দৃষ্টিনন্দন বসত ঘর ও জমির মালিকনা বুঝে পেয়েছেন ২৫টি ভূমিহীন পরিবার ।
রোববার বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এসব ঘরের চাবি ও কবুলিয়ত দলিল সুবিধাভোগীদের হাতে তুলে দেন। এর পূর্বে সকলে প্রধানমন্ত্রীর ভিডিও করফারেন্সে এসব ঘর হস্তান্তর অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল, প্রেস ক্লাব সভাপতি এইচ, এম মাইনুল ইসলাম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
একই প্রকল্পের আওতায় মোরেলগঞ্জে আরও ১৩৬টি ঘরের নির্মাণ কাজ চলছে। এ প্রকল্পের প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১লক্ষ ৯৫ হাজার টাকা।
Posted ১৪:৪৮ | রবিবার, ২০ জুন ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum