বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদা জিয়ার দুই মামলার সাক্ষ্যগ্রহণ ২১ মে

  |   সোমবার, ২১ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

shunani-sarai-khaledar

২১ এপ্রিল: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ ও ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’  দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন পুনরায় ২১ মে ধায্য করেছে আদালত।

সোমবার বেগম খালেদা জিয়ার পক্ষে আদালতে সময়ের আবেদন করেছেন তার আইনজীবী। ঢাকার বিশেষ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক রেজাউল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে স্বাক্ষ্য গ্রহণের দিন পুনরায় ২১ মে দিন ধায্য করেছেন আদালত।

গত ১৯ মার্চ বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে মামলাটির চাজ গঠন করা হয় এবং ২১ এপ্রিল স্বাক্ষ্য গ্রহনের দিন ধায্য করেছিলেন আদালত।  আদালতে সাক্ষী না আসায় এবং বেগম খালেদা জিয়ার পক্ষে আদালতে সময়ের আবেদন করায় উভয় পক্ষের শুনানী শেষে স্বাক্ষ্য গ্রহনের দিন পুনরায় ২১ মে ধার্য করেছেন আদালত।

এ মামলার অপরাপর আসামিরা হলেন বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা মহানগর আহ্বাহক সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

এ মামলার অন্যতম আসামি খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক আছেন।  জিয়া অরফানেজ ট্রাষ্ট এ অনিয়মের অভিযোগে গত ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন রমনা থানায় এ মামলা দায়ের করে।

২০১০ সালের ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ মামলার তদন্ত শেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অপর মামলাটি ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চার জনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ।

গত ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ খান।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:১০ | সোমবার, ২১ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com