| শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদারের সমর্থনে বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেলে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ্যাড. মনিরুল হক তালুকদার বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদœা সেতু এখন দৃশ্যমান । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে। টেকনাফ থেকে তেতুলিয়া মধ্যে এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয়নি। শেখ হাসিনার উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে দক্ষিণাঞ্চলের সিংহ পুরুষ জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি সহযোগীতা অনস্বীকার্য। তারই সহযোগীতায় মোরেলগঞ্জ পৌরসভার উন্নয়ন আরো ত্বরান্বিত হয়েছে।
খাদ্যগুদাম সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা বজলুর রহমান। সভায় ৯ ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীসহ শত শত লোক অংগ্রহন করে।
Posted ১৫:০৪ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum