| মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
বিএম. মাহবুব, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি স্মরণে দোয়া আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টায় স্থানীয় এমপি’র কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বাগেরহাট-৪ জাতীয় সংসদ সদস্য, এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. তাজিনুর রহমান পলাশের পরিচালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা মাষ্টর সাইদুর রহমান, যুবলীগ আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আজমীন নাহার, কৃষক লীগ উপজেলা সভাপতি আব্দুল হালিম জোমাদ্দার, ও তাঁতীলীগ উপজেলা সম্পাদক কেএম শহিদুল ইসলাম প্রমুখ।
সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
Posted ২২:৪২ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum