| শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোলের মধ্য থেকে ১৭দিন বয়সী শিশু চুরি ও হত্যার ঘটনার নাটকীয় মোড় নিয়েছে। লাশ উদ্ধারের ১২ দিনের ব্যবধানে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শিশুটির মা শান্তা আক্তার (২২)।
এর আগে শিশু চুরির ঘটনার তিন দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার এবং জড়িতে সন্দেহে শিশুর বাবা সুজন খানকে আটক করে আদালত থেকে রিমান্ডে নেয় থানা পুলিশ। শিশুর বাবা রিমান্ডে থাকাকালীন পুলিশ শিশুর মাকেও জিজ্ঞাসাবাদ করলে এ চ্যাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে। জিজ্ঞাসাবাদের এক পর্যায় শিশু সন্তান হত্যার দায় স্বীকার করে ঘাতক মা শান্তা আক্তার।
শনিবার এ মামলার তদন্তকারী অফিসার থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল জানান, ‘শুক্রবার পুলিশের জিজ্ঞাসাবাদে শান্তা আক্তার তার মেয়েকে নিজেই বিছনা থেকে নিয়ে পুকুরে ফেলে দেন বলে স্বীকার করেন। ‘জিনের আছড়’ ভর করার কারনে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশকে জানান ।
থানা পুলিশ (শুক্রবার রাতে) শিশুর মা শান্ত কে বাগেরহাট আদালতে প্রেরণ করেন। আদালতে বিচারকের সামনেও একই স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন শান্তা। পরে বিচারক তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন বলে থানার ওসি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের মৎস্যজীবী সুজন খানের শিশুকন্যা সানজিদা আক্তার সোহানাকে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হয়েছিল, শিশুটিকে কেউ চুরি করে নিয়ে গেছে। ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান চালাতে থাকে। সোমবার রাতে শিশুটির দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার তিন দিন পর তাদের বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশু সানজিদা আক্তার সোহানার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা সুজন খানও বর্তমানে জেলহাজতে রয়েছেন।
Posted ১৭:১১ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum