| মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে নবনির্বাচিত এক ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করে পরিষদের সদস্য হিসেবে কাজ শুরু করেছেন।
পঞ্চকরন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী মহিউদ্দিন হাওলাদার মইনুল মঙ্গলবার শপথ গ্রহন করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন ।
নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ পাঠ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়াম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, পঞ্চকরন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।
ইউপির ৪নং ওয়ার্ড সদস্য সাখাওয়াত হোসেনের মৃত্যুতে এ পদটি শূণ্য হলে গত ২০ নভেম্বর এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।
Posted ২২:১৭ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum