| বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | প্রিন্ট
বিএম. মাহবুব, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পরিত্যক্ত বাড়িতে ফেলে যাওয়া সদ্যভূমিষ্ট সেই শিশু সন্তানটিকে খুলনা বিভাগীয় সরকারি ছোট মনি নিবাসে (বেবি হোম) হস্তান্তর করা হয়েছে। উপজেলা শিশু কল্যান বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত¡াবধানে শিশুটিকে বেবি হোমে পাঠানো হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মো. রায়হান কবির বলেন, শিশুটি ১২দিন মোরেলগঞ্জ হাসপাতালে এক প্রসূতি মা নিজের বুকের দুধ খাওয়ায়ে লালন পালন করেন। এ পর্যন্ত শিশুটির মা-বাবার কোন সন্ধান পাওয়া যায়নি। তাকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য করে খুলনা বেবি হোমে পাঠানো হয়েছে। শিশুটিকে দত্তক নেয়ার জন্য শতাধিক আবেদন পড়েছে বিভিন্ন দপ্তরে। আগামি ৩০ নভেম্বরের পরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ শিশুটির অভিভাবক নির্ধারণ করে তার জিম্মায় দিবেন বলেও এ অফিসার জানান।
উল্লেখ্য ৩০ অক্টোবর পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের পরিত্যক্ত বাড়ির বাগানে সদ্যজাত এ শিশুটি কে বা কাহারা ফেলে যায়। সাবেক ইউপি সদস্য জাহানারা আকতার খুকিসহ স্থানীয় লোকজন শিশুটির কান্না শুনতে পেয়ে উদ্ধার করেন । পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
Posted ১৭:০৭ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum