| রবিবার, ০১ নভেম্বর ২০২০ | প্রিন্ট
বিএম.মাহবুব,মোরেলগঞ্জ প্রতিনিধি:
মুজিবর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০। দিবসটি উপলক্ষ্যে রোববার আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রতন কৃষ্ণ দাস।
বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস, উপজেলা ন্যাশনাল সার্ভিস কমিটির আহবায়ক শেফালী আকতার রাখি।
সভা শেষে দুজনকে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
Posted ১৫:৪০ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum