| বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
স্বাস্থ্য সেবা জনগনের দোড় গোঁড়ায় পৌঁছানোর পাশাপাশি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কমিউনিটি ক্লিনিকগুলোর ঔষধের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার ২০২০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক নির্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নিশানবাড়িয়া ইউনিয়নের সদ্য উদ্ধোধনকৃত আমুরবুনিয়া কমিউনিটি ক্লিনিকের নবাগত কমিটির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন এ কথা বলেন।
বুধবার দুপুরে কমিউনিটি ক্লিনিক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন করেন কমিটির সভাপতি ও ইউপি সদস্য মিলন তালুকদার। সভায় বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি রফিকুল ইসলাম মাসুম।
সভায় বক্তব্য রাখেন , সমাজ সেবক ও জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইয়াকুব মৃধা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহাতাব হোসেন মিনা, ঈমাম মিজান মিনা, জাকির হোসেন,ইদ্রিস হোসেন, এফডবিøউ এ পপি আকতার, সিসিএইচপি মনিরা আকতার প্রমুখ।
Posted ০৮:৩৩ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum