| রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে আবু হানিফ ফকির (২৫) নামে এক চা বিক্রেতা কুপিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে একটি খাল থেকে আবু হানিফের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ । শুক্রবার এ হত্যার সাথে জড়িত সন্দেহে ৩ জন আটক করেছে পুলিশ । আটকৃতরা হল, তারিকুল (২০), বাদল শেখ (২৯) ও সাকিব (১৯)। উদ্ধার করা হয়েছে নিহত আবু হানিফের ব্যবহৃত টর্চ লাইট ও হত্যাকান্ডে ব্যবহৃত দা।
উপজেলার পুটিখালী ইউনিয়নের এবি গজালিয়া বাজারের চা বিক্রেতা মৃত. হোসেন আলী ফকিরের ছেলে আবু হানিফ কে বুধবার মধ্যরাতে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে ভাটখালী খালে মাছ ধরার সময় স্থানীয় শিশু কিশোরদের জালে আবু হানিফের মৃতদেহ উঠে আসে।
আবু হানিফের ভাই সালাম ফকির জানান, বুধবার রাতে আবু হানিফকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরে ১০-১২টি কোপের গুরুতর চিহ্ন দেখা গেছে। নিহত আবু হানিফের স্ত্রী ও ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
#
Posted ১৮:৩৭ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum