| বুধবার, ১৯ আগস্ট ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাট -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন জিয়া,এরশাদ,খালেদা কোন সরকারই দেশে ভাতা চালু করেনি একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারই দেশের অসহায় জনগোষ্ঠীর জন্য নানা ধরনের ভাতা চালু করেছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার অচিরেই দেশের অসহায় জনগোষ্ঠির জন্য শতভাগ ভাতা বাস্তবায়ন করবেন।
বুধবার দুপুরে তিনি মোরেলগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্দীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাডভোকেট মো. মনিরুল হক তালুকদারের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
প্রধান অতিথি এ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি আরও বলেন, মোরেলগঞ্জ-শরণখোলার উন্নয়নে আমি নিরলসভাবে কাল করে যাচ্ছি। ইতোমধ্যে মোরেলগঞ্জ পানগুছি নদীতে ব্রিজ স্থাপন, টেকসই বেরিবাধ নির্মাণ ও শরণখোলায় পর্যটন কেন্দ্র স্থাপন এ ৩ টি মেঘা প্রকল্প হাতে নিয়েছি এবং এসব প্রকল্প বাস্তবায়নে কাজও শুরু করেছি। পৌর মেয়র এ্যাডভোকেট মো. মনিরুল হক তালুকদারের বিভিন্ন দাবি বাস্তবায়নেরও তিনি আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাষ্টার মো. সাইয়েদুর রহমান, মো. এনামুল হক রিপন, পৌরসভার ৯টি ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন ভাতা সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Posted ১৭:৩৮ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum