| শনিবার, ১২ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
১২ এপ্রিল: আর বাংলাদেশে ফিরছেন না জনপ্রিয় নায়িকা শাবনূর। জুন মাসে তার দেশে ফেরার কথা থাকলেও তিনি ফিরছেন না। শুক্রবার সকালে শাবনূরের ঘনিষ্ঠ সূত্রে এই সংবাদ জানা গেছে।
সূত্র জানায়, অস্ট্রেলিয়াতেই নিজের ব্যবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা। আর এই ক্ষেত্রে তার সঙ্গে থাকবেন বড় বোন ঝুমুরও। ব্যবসার বাইরে একমাত্র সন্তানকে মানুষ করা ও সংসার সামলানোই তার একমাত্র লক্ষ্য এখন।
ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’। এই ছবিতে শাবনূর ছাড়াও অভিনয় করেছিলেন মৌসুমী, ফেরদৌস প্রমুখ।
গত বছরের ২৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির অবার্ন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেন শাবনূর।
Posted ১০:৫৫ | শনিবার, ১২ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin