| শুক্রবার, ২৬ জুন ২০২০ | প্রিন্ট
অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে নতুন খবর। জানা গেল, নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছে অপু বিশ্বাস। এবার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি সিনেমার নায়িকা হচ্ছেন তিনি। আর তার সঙ্গে নায়ক হিসেবে থাকছেন কলকাতার হিরো দেব।
নাম ঠিক না হওয়া এই ছবিটিতে কলকাতার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতে দেখা মিলবে অপুর। শাপলা মিডিয়ার একাধিক সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। এরই মধ্যে এই সিনেমা নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথাও হয়েছে প্রযোজকের। ছবিটির গল্পও শুনেছেন নায়িকা।
এই বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আমাকে ফোন দিয়ে সিনেমার গল্প শুনিয়েছেন। দেব নিজেই নাকি আমার সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছে। সেলিম ভাই দু-এক দিনের মধ্যে আমাকে চুক্তিবদ্ধ করাতে চান বলে জানিয়েছেন।’
শাপলা মিডিয়ার ‘কমান্ডো’ সিনেমায় প্রথম অভিনয় করেন দেব। সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগেই শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের আরও ১০টি সিনেমায় দেখা যাবে দেবকে। আর এই ১০ সিনেমার একটিতে দেবের বিপরীতে অভিনয় করবেন অপু।
Posted ২২:১১ | শুক্রবার, ২৬ জুন ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain