| সোমবার, ১০ মার্চ ২০১৪ | প্রিন্ট
অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেন ক্ষুদে গানরাজ পড়শী। ‘পড়শী থ্রি’ অ্যালবামের ‘হৃদয় আমার’ গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি।
সম্প্রতি পড়শীর গোপন একটি তথ্য ফাঁস হয়ে গেছে, আর তা হলো নিজের পছন্দের পোষাক শাড়ি পড়তে জানেন না এই সঙ্গীত তারকা। মিউজিক ভিডিওতে শাড়ি পরে মডেল হলেও বাস্তবে এটা তার কাছে অসম্ভব। সম্প্রতি কথাগুলো খুব সরলভাবে স্বীকার করেছেন এই গায়িকা।
এ প্রসঙ্গে পড়শী বলেন, শুটিংয়ের কারণে বাধ্য হয়ে শাড়ি পড়লেও আমি এখনো নিজে নিজে ঠিকভাবে পড়তে পারি না।
অ্যালবামের বিষয়ে পড়শী বলেন, ইচ্ছে ছিল গানটির ভিডিও ভালোবাসা দিবসে প্রচার করার। কিন্তু সব কাজ গুছিয়ে উঠতে না পারার কারণে তা সম্ভব হয়নি। এরই মধ্যে বাংলাদেশের সবাই ক্রিকেট উন্মাদনার মধ্যে আছেন। তাই এই সময়টাতেও গানটির প্রচার শুরু করতে চাচ্ছি না। ভাবছি ক্রিকেট নিয়ে একটি গান করব। এখন সেটারই পরিকল্পনা করছি। তারপরই ‘হৃদয় আমার’ গানটির প্রচার শুরু করব।
গত বছর বাজারে আসে পড়শীর তৃতীয় একক ‘পড়শী-৩’। অ্যালবামটির সংগীতায়োজন করেছিলেন, বাংলাদেশের বাপ্পা মজুমদার, আরফিন রুমী, ইমরান, অদিত ও ভারতের দেবসেন, নাদিম ও অম্লান।
অ্যালবামটির ভিন্নতার বিষয়ে পড়শী বলেন, এই অ্যালবামটিতে গানের ধরণ কিছুটা ক্ল্যাসিক্যাল ধাঁচের। সঙ্গে একটি হিন্দি গানও আছে। তাই আগের তুলনায় নতুন অ্যালবামের গানের আয়োজন কিছুটা ভিন্ন।
Posted ১০:৫৫ | সোমবার, ১০ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin