| রবিবার, ০৪ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
মুক্তি পেয়ে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবির ট্রেলার। শাহরুখ-আনুশকা-কাটরিনা অভিনীত এই ছবিতে বরাবরের মতোই রোমান্টিক একটি চরিত্রে দেখা যাবে শারুখকে খানকে। কিন্তু এই ছবির সব চেয়ে আকর্ষণীয় বিষয় হলো শাহরুখের বামন রূপ। সারা ছবিতে শাহরুখকে এমন খর্বাকারেই দেখা যাবে। চরিত্রের নাম বুম্বা সিংহ। কিন্তু কীভাবে সম্ভব হলো এমন? তা নিয়েই ভক্তদের মনে প্রশ্ন দানা বেঁধেছে। আর এ প্রশ্নের উত্তর নিয়ে একটি খবর প্রকাশ করেছে কলকাতার দৈনিক এবেলা.ইন । এ খবরে বলা হয়, ‘কোরা’ থেকে জানা গিয়েছে, ‘স্কেল ডাবলস’ ও ‘ফোরসড পারসপেকটিভ’ এই দুই প্রযুক্তি ব্যবহার করেই শাহরুখকে এমন ভাবে দেখানো সম্ভব হয়েছে।
‘স্কেল ডাবলস’ প্রযুক্তি প্রথম ‘লর্ড অফ দ্য রিংস’ (২০০১) ছবিতে ব্যবহার করা হয়। ছবির বেশ কিছু দৃশ্যে ফ্রোডো চরিত্রে এলিয়াজ উডস অভিনয় করেননি। কিরণ সিংহ সে দৃশ্যগুলিতে অভিনয় করেছিলেন। একই ভাবে শাহরুখ প্রথমে ছবির দৃশ্যগুলিতে অভিনয় করেন। তার পরে আলাদা করে শাহরুখের বডি ডাবলের শুট করা হয়, যার উচ্চতা ‘বুম্বা সিংহ’-এর মতোই। প্রধান চরিত্র ও বডি ডাবলের শুটিং হয় দু’টো আলাদা স্কেলে, যাতে চরিত্রের সঙ্গে সেট-এর সামঞ্জস্য বজায় থাকে। ছবিতে যদি কোনো লম্বা ব্যক্তির সঙ্গে বামন চরিত্রের কথোপকথনের দৃশ্য থাকে, সে ক্ষেত্রে ‘ফোর্সড পারসপেকটিভ’ প্রযুক্তি ব্যবহার করা হয়। এর ফলে অপটিক্যাল ইলিউশন তৈরি হয়। ‘জিরো’-তেও এই প্রযুক্তগুলি ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও ভিএফএক্স-এরও কারসাজি রয়েছে। সব মিলিয়ে ‘জিরো’ যে এই বছরে সিনেমা প্রেমিদের নতুন চমক দেবে, তা বলাই যায়। ছবিতে কাটরিনা কাইফকে রূপালি দুনিয়ার একজন নায়িকার চরিত্রে দেখা যাবে। আনুশকাকে দেখা যাবে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক মহিলার চরিত্রে। মানবজমিন
Posted ১৪:১৫ | রবিবার, ০৪ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain