| বুধবার, ২৪ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
নেত্রকোণায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলাটি করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দীনা। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুর স্ত্রী।
বুধবার দুপুরে তিনি জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের প্রথম আমলি আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
বাদীর আইনজীবী মনোয়ারুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৯ (১) ধারায় মামলাটি করা হয়েছে।
তিনি বলেন, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির ‘৭১ জার্নাল’ নামে একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেন মইনুল হোসেন। তার এমন বক্তব্যে নারীজাতিসহ সকল সাংবাদিকদের অপমানিত করা হয়েছে। একজন নারী হিসেবে কামরুন্নেছা আশরাফ দীনা সামাজিক, রাজনৈতিক ও মানসিক ভাবে অপমানিত হয়েছেন। তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন তিনি।’
এ বিষয়ে আদালত এখনও কোনো আদেশ দেয়নি বলে জানান মনোয়ারুল হক।
গত ১৬ অক্টোবর সংবাদভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির ‘৭১ জার্নাল’ নামে একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমালোচনার মুখে পড়েন মইনুল। পরে টেলিফোন করে ক্ষমা চাইলেও মাসুদা ভাট্টি তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। আর তা না করায় মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।
দেশের বিভিন্ন স্থানেও মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মইনুল কয়েকটিতে হাই কোর্ট থেকে আগাম জামিন নেন।
পরে রংপুরের এক মামলায় জামিন না থাকায় সোমবার তাকে ঢাকা থেকে আটক করে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
Posted ১৪:২৩ | বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain