| মঙ্গলবার, ০৯ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
শপথ নেয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। শপথ অনুষ্ঠানে উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়।
Posted ১২:৪৮ | মঙ্গলবার, ০৯ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain