| রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ায় অবশেষে শাকিব খান অভিনীত কলকাতার ‘নাকাব’ ছবিটি বাংলাদেশে মুক্তির পথ খুলেছে। এর আগে, ‘পাষাণ’ ছবির বিনিময়ে গত ২১ সেপ্টেম্বর ‘নাকাব’ মুক্তির কথা থাকলেও আমদানি জটিলতায় বাংলাদেশে মুক্তি পায়নি ছবিটি।
এদিকে, তথ্য মন্ত্রণালয়ের মুক্তি পাওয়ার পর এবার ‘নাকাব’ ছবিটি সেন্সরে যাচ্ছে। আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ অথবা কাল সেন্সরে জমা দেব। আগামী ২৮ সেপ্টেম্বর ছবিটি বাংলাদেশে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘নাকাব’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে ছবিতে দেখা যাবে কলকাতার দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। রাজিব বিশ্বাস পরিচালিত এ ছবি শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।
বিডি-প্রতিদিন/
Posted ২২:২৬ | রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain