| সোমবার, ০৬ আগস্ট ২০১৮ | প্রিন্ট
রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাবালে নূর বাসের দুই চালক ও দুই হেলপারকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) কায়সারুল ইসলাম এ বিষয়ে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জু করেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার (আইও) তদন্তকারী কর্মকর্তা।
দুই বাসের চালক হলেন- সোহাগ আলী ও জুবায়ের এবং হেলপার এনায়েত হোসেন ও রিপন।
গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জাবালে নূর পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করে মিরপুর থেকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভারের ওপর দিয়ে আসছিল। এ সময় ফ্লাইওভারের শেষ দিকে, রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল একদল শিক্ষার্থী। এর মধ্যে একটি বাস ফ্লাইওভার থেকে নেমেই দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন।
নিহতরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।
ওই ঘটনার পর থেকেই বিমানবন্দর সড়কসহ বিভিন্ন এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ২৯ জুলাই থেকে টানা বিক্ষোভে রাজধানী ঢাকা প্রায় অচল হয়ে গেছে।
এ ঘটনায় নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। মামলা নম্বর ৩৩।
Posted ১৪:৩২ | সোমবার, ০৬ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain