
| বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১৮ | প্রিন্ট
জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিগুলো ইতোমধ্যেই ৫ জি স্মার্টফোন বানানোর কাজ শুরু করে দিয়েছে। তবে বিশ্বের প্রথম ৫ জি মোবাইল বাজারে আনবে চীনা মোবাইল প্রস্তুতকারক কোম্পানি লেনোভো । এমনটাই দাবি করেছেন লেনোভোর ভাইস প্রেসিডেন্ট চ্যাং চেং।
চ্যাং চেং জানান,৫জি ক্ষমতাসম্পন্ন এই মোবাইলে থাকবে কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৮৫৫ কোয়ালকোম প্রসেসর। ২০১৯ সালের শেষের দিকে বাজারে আসতে পারে ফোনটি।
তবে এরআগেও এরকম অনেক মন্তব্য করেছেন লেনোভোর ভাইস প্রেসিডেন্ট। যার মধ্যে অনেক ছিল ভুল। যেমন সংস্থার ফোন যেট ৫ বাজারে আসার সময় তিনি দাবি করেছিলেন এতে থাকবে ৪ টিবি রোম। ব্যাটারির চার্জ থাকবে ৪৫ দিন। ফোনটি বাজারে আসার পর জানা যায় আসল সত্যিটা।
প্রসঙ্গত আগামী বছরে কোয়ালকোম চিপসেট ব্যবহার করে ৫ জি স্মার্টফোন লঞ্চের দৌড়ে রয়েছে শাওমি, সনি, এলজি ও স্যামসাং ।বিশেষজ্ঞদের মতে, আহামী বছরের শুরুতে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস ১০ ফোনে ৫ জি কানেক্টিভিটি দেখা যেতে পারে। সিনহুয়া।
Posted ১৪:০০ | বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain