| সোমবার, ১৬ জুলাই ২০১৮ | প্রিন্ট
সরকারি তিতুমীর কলেজের স্নাতক বর্ষের ছাত্র রাজীব হোসেনের এক হাত দুই বাসের রেষারেষিতে বিচ্ছিন্ন হওয়ার পর মৃত্যুর মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৩ আগস্ট ঠিক করেছে আদোলত।
সোমবার পুলিশ প্রতিদেন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ নতুন তারিখ ঠিক করেন।
এদিকে মামলার বিআরটিসি বাসের চালক মো. ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের বাসের চালক মো. খোরশেদ (৫০) বর্তমানে কারাগারে রয়েছেন।
আসামিদের গত ৫ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর গত ৮ এপ্রিল আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে তিন দফা জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়েছে।
গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়েছিল সামান্য বাইরে। হঠাৎই পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুই-তিনজন পথচারী দ্রুত তাঁকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি। পরে গত ১৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব।
মামলাটি প্রথম দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৮(ক) ধারায় দায়ের করা হয়। পরে রাজিব মারা যাওয়ায় ধারা পরিবর্তন করে দণ্ডবিধির ৩০৪(ক) অন্তর্ভুক্ত করা হয়।
Posted ১৪:২০ | সোমবার, ১৬ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain