| বুধবার, ২৭ জুন ২০১৮ | প্রিন্ট
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ দিন বয়সের শিশুকে হত্যার অভিযোগে মামী নীলুফাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার এই নির্মম ঘটানা ঘটে। পরিকল্পিতভাবে ওই শিশুকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগে দেবীগঞ্জ থানা পুলিশ ইতিমধ্যে নীলুফাকে গ্রেফতার করেছে।
সোমবার দেবীগঞ্জ উপজেলাধীন সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ ক্লাবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোনাহার মল্লিকাদহ ক্লাবগঞ্জ এলাকার শাহিদা আক্তারের বিয়ে হয় নীলফামারী জেলা সদরের গোড় গ্রাম মাঝপাড়া এলাকার মনোয়ার হোসেনের সাথে। গত এক মাস আগে সন্তানসম্ভবা শাহিদা সন্তান প্রসবের জন্য তার বাবার বাড়িতে আসেন। এটিই তার প্রথম সন্তান। গত ১৪ জুন কোন অস্ত্রপচার ছাড়াই বাবার বাড়িতেই তিনি একটি ছেলে সন্তান প্রসব করেন। ছেলের নাম রাখেন সামিউল আলম।
সন্তান প্রসবের জন্য বাবার বাড়িতে আসার পর থেকেই শাহিদার সাথে তার বড় ভাই আব্দুস সামাদের স্ত্রী নীলুফা বেগমের সাথে ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। সন্তান প্রসবের পর তাদের মধ্যে ঝগড়া আরও বেড়ে যায়। সোমবার সকালে নীলুফা তার ১২ দিনের ভাগিনাকে কোলে নিয়ে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে ওই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় দেবীগঞ্জ থানা পুলিশ নীলুফা বেগমকে গ্রেফতার করেছে।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম পরিকল্পিত ভাবে শিশু হত্যার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে নীলুফা বেগমকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করেছে। শিশু হত্যার অভিযোগে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।
Posted ১৪:৩৪ | বুধবার, ২৭ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin