| শনিবার, ৩০ জুন ২০১৮ | প্রিন্ট
‘রেস থ্রি’ ছবির সাফল্য উদযাপনের পর সালমান খান ব্যস্ত আছেন তার ‘ভারত’, ‘ধাবাং থ্রি’ আর ‘শের খান’ ছবির কাজ নিয়ে। এরইমধ্যে গুঞ্জন ছড়িয়েছে, ‘ধুম ফোর’ ছবির জন্য আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সালমান। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
খবর রটেছে, এ ছবিটি নিয়ে সালমানের সঙ্গে এক বছর ধরে আলোচনা চলছে আদিত্য চোপড়ার। ‘রেস থ্রি’ সফল হওয়ার পর এ ছবিতে কাজ করার জন্য চূড়ান্তভাবে সম্মতি দেন সালমান। এ ছবিতে সালমানকে যে চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে সে চরিত্রে এর আগে অভিনয় করেছেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খান।
ফিল্মফেয়ার জানিয়েছে, এ ছবিতে সালমানের সঙ্গে দেখা যেতে পারে এ সময়ের আরেক জনপ্রিয় তারকা রণবীর সিংকেও। ‘ধুম থ্রি’ তে আমিরের প্রেমিকার ভূমিকায় ছিলেন ক্যাটরিনা। ‘ধুম ফোর’ এও নাকি অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে তাকে। ছবিটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য যিনি এখন আমির খান-অমিতাভ বচ্চনকে নিয়ে ‘থাগস অব হিন্দুস্থান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত।
বিডি প্রতিদিন
Posted ১৪:৪৭ | শনিবার, ৩০ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain