| সোমবার, ২৫ জুন ২০১৮ | প্রিন্ট
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলায় মুলাইদ গ্রামে ২৩ জুন শনিবার রাতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে ঝুমা আক্তারকে (২০) হত্যার অভিযোগে স্বামী শামীম আহমেদকে (২৬) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। ২৫ জুন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ায় তার এক বন্ধুর ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার মুলাইদ গ্রামে একটি বাড়িতে ভাড়া থেকে স্বামী-স্ত্রী উভয়ই স্থানীয় দুটি কারখানায় কাজ করতেন। ঈদের ছুটির পর শনিবার স্বামী-স্ত্রী গ্রামের বাড়ি থেকে ভাড়া বাসায় ফিরেন। ওই দিন বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ হয়। পরে শনিবার রাতের কোনো এক সময় স্ত্রী ঝুমাকে ঘরের ভেতরে ধারলো অস্ত্রে কুপিয়ে হত্যার পর স্বামী বাইরে থেকে ঘরের দরজা আটকিয়ে পালিয়ে যায়। রোববার রাতে ঝুমার বাবা আহম্মদ আলী বাদী হয়ে শামীমকে একমাত্র আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার খোকনের বাড়ির ভাড়াটিয়া শামীমের বন্ধু নুরুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, পারিবারিক কলহের জেরে রাগের বশে স্ত্রীকে হত্যার করা হয়েছে বলে গ্রেফতারের পর শামীম জানিয়েছে এবং স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে। তাকে আশুলিয়া থেকে গাজীপুরের শ্রীপুর থানায় আনার প্রস্তুতি চলছে।
Posted ১২:০০ | সোমবার, ২৫ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin