| শনিবার, ২৩ জুন ২০১৮ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নাছিমা বেগম(৪৫)কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে পূর্ব সরালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, নাছিমা ও তার স্বামী জাহাঙ্গীর হোসেন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। শনিবার সকালে ক্রেতা পাঠিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। পুলিশ তার নিকট থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তার স্বামী বিবস্ত্র অবস্থায় পালিয়ে গেছে।
এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং নাছিমাকে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও এই দম্পতির বিরুদ্ধে একাধীক মাদক মামলা রয়েছে। নাছিমা বেগম মোরেলগঞ্জ পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
Posted ১৪:২২ | শনিবার, ২৩ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin