বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আইফায় সেরা শ্রীদেবী ও ইরফান খান

  |   সোমবার, ২৫ জুন ২০১৮ | প্রিন্ট

আইফায় সেরা শ্রীদেবী ও ইরফান খান

ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারে রোববার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ১৯তম আসরের পুরস্কার ঘোষনা করা হলো জমকালো আয়োজনে। আর এ আয়োজনে সেরা অভিনেত্রী হয়েছেন প্রয়াত গুণী অভিনেত্রী শ্রীদেবী। ‘মম’ ছবির সুবাদে তার ঘরে গেছে এই স্বীকৃতি। তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন স্বামী বনি কাপুর। আইফা মঞ্চে বনি কাপুরের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী কৃতি স্যানন। এদিকে আইফায় সেরা অভিনেতা হয়েছেন গুণী অভিনেতা ইরফান খান।

‘হিন্দি মিডিয়াম’ ছবিতে মেয়েকে নামি স্কুলে ভর্তি করতে মরিয়া একজন বাবার চরিত্রে অনবদ্য অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন তিনি। তিনি পুরস্কার গ্রহণ করতে পারেননি। কারণ নিউরোন্ডোক্রেইন টিউমারে আক্রান্ত হওয়ায় ইরফান এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন। একই ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন সকেত চৌধুরী। বিদ্যা বালান অভিনীত ‘তুমহারি সুলু’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। ‘সিক্রেট সুপারস্টার’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হয়েছেন মেহের ভিজ। একই ছবির সুবাদে সেরা গায়িকা হয়েছেন মেঘনা মিশ্র। এর বাইরে সেরা গল্পকার অমিত মাসুরকার (নিউটন), সেরা গায়ক অরিজিৎ সিং (হাওয়াইয়ে, জব হ্যারি মেট সেজাল), আজীবন সম্মাননা অনুপম খের, বর্ষসেরা স্টাইল আইকন কৃতি স্যানন, সেরা গীতিকার মনোজ মুনতাসির (মেরে রাশকে কামার, বাদশাহো), নবাগত পরিচালক কঙ্কনা সেন শর্মা (অ্যা ডেথ ইন দ্য গঞ্জ), সেরা সংগীত পরিচালনক আমাল মালিক, তানিষ্ক বাগচি ও অখিল সাচদেবা (বাদ্রিনাথ কি দুলহানিয়া), সেরা আবহ সংগীত প্রীতম (জাগ্গা জাসুস), সেরা চিত্রনাট্য নিতেশ তিওয়ারি, শ্রেয়াস জৈন (বেরেলি কি বরফি) এবং সেরা স্পেশাল ইফেক্টস এর পুরস্কার জিতেছে জাগ্গা জাসুস ছবিটি। পুরস্কার বিতরণীর ফাঁকে ফাঁকে ছিল জমকালো নাচ-গানের পরিবেশনা। আইফা অ্যাওয়ার্ডসের মাধ্যমে ২০ বছর পর মঞ্চে জনসমক্ষে নাচলেন অভিনেত্রী রেখা। সাত বছর পর মঞ্চে নেচেছেন ববি দেওল। তার সঙ্গে ছিলেন লুলিয়া ভানটুর। দ্বৈত নৃত্য পরিবেশন করেন অর্জুন কাপুর ও কৃতি স্যানন। এছাড়াও নেচেছেন রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, কা  মানবজমিন

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৩৩ | সোমবার, ২৫ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com