| মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | প্রিন্ট
মাসুদ সরকার ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে ইয়াবা সম্রাজ্ঞী মহসীনা ওরফে মৌসুমীকে আটক করেছে পুলিশ। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চলমান আছে। এই অভিযানের অংশ হিসেবে ১২ জুন দুপুরে উপজেলার পৌর সদরের আমাইতাড়া মোড়ের বটতলী থেকে এস.আই মহসীন, এ.এস.আই জাহাঙ্গীর ও জাহিদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের প্রেক্ষিতে রামরামপুর (মনিপুর) গ্রামের মাদক ব্যবসায়ী শাহজাহানের স্ত্রী ইয়াবা স¤্রাজ্ঞী মহসীনা ওরফে মৌসুকে ২০ পিছ ইয়াবা সহ আটক করে। তার স্বামীও একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং সে জেল হাজতে রয়েছে বলে ওসি ছানোয়ার হোসেন জানান।
Posted ০৮:৩৫ | মঙ্গলবার, ১২ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin