| বুধবার, ০৬ জুন ২০১৮ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার হওয়া কণ্ঠশিল্পী আসিফ আকবরকে রিমান্ডে নেয়ার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনের নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন অাদালত। বুধবার (৬ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।
উল্লেখ্য তথ্যপ্রযুক্তি ধারায় সোমবার আসিফের বিরুদ্ধে মামলা করেন গীতিকার ও শিল্পী শফিক তুহিন। মামলার প্রেক্ষিতে মঙ্গলবার (৫ জুন) রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম আসিফ আকবরকে তার স্টুডিও থেকে গ্রেফতার করে।
বুধবার সকাল সাড়ে এগারোটার দিকেেআসিফ আকবরকে আদালতে আনা হয়। সারাবাংলা
Posted ১৪:৫৭ | বুধবার, ০৬ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain