| বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮ | প্রিন্ট
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে টিপু সুলতান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক টিপু উপজেলার কুশুম্বা ইউপি’র ছোটবেলালদহ গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে এ অভিযান চালানো হয়।
এসময় আটককৃত টিপুর কাছ থেকে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তার পকেটে থাকা ১৪৭০টাকা জব্দ করা হয়। তবে এসময় টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়।
মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে উপপরিদর্শক ফহিম উদ্দিন ফাহিম অভিযান চালিয়ে টিপু সুলতানকে আটক করে। আটককৃত টিপু সুলতানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা নথিভূক্ত করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ০৮:৩১ | বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin