| মঙ্গলবার, ২৯ মে ২০১৮ | প্রিন্ট
এম এম হারুন আল রশীদ হীরা,মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে ৮ জনকে আটক করেছে থানা পুলিশ। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার লেমন রায়ের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গনেশপুর ইউপি’র মাদকের পল্লীখ্যাত সতিহাট সংলগ্ন শ্রীরামপুর গ্রামের ঋষিপাড়ায় এ অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের নিকট থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং চোলাইমদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শ্রীরামপুর এলাকার কুখ্যাত মাদক সম্রাট গৌড় ঋষি (২৭), গোপাল ঋষি (৪৫), শ্রীহরি ঋষি (৩৫), উজ্জল হোসেন (২৫), মিরপুর গ্রামের পণপতি (৬৫), নওগাঁ সদর উপজেলার ভীমপুর গ্রামের হায়দার আলী সরদার (৪৫), আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের জয়দেব ঋষি (৩৫) এবং মহাদেবপুর উপজেলার চান্দা আলিপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩৬)। মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা নথিভূক্ত করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার লেমন রায় জানান, দেশজুড়ে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সতিহাট ঋষিপাড়ায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮ জন মাদক ব্যবসায়ীকে আটকসহ ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং চোলাইমদ উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আরো জানান ।
Posted ০৮:১৬ | মঙ্গলবার, ২৯ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin