| মঙ্গলবার, ২৯ মে ২০১৮ | প্রিন্ট
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- : ধামইরহাটে অতিরিক্ত পুলিশ সুপারের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। গত ২৯ মে দুপুরে পতœীতলা সার্কেলের অতিরিক্ত
পুলিশ সুপার মোঃ তারেক জুবায়েরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে উপজেলার খয়ের বাড়ী গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে মাদক ব্যবসায়ী শামসুল (৬০), মাদক সেবনকারী ইমামুদ্দিন মন্ডলের ছেলে আব্দুর রশিদ, দাদনপুরের মৃত আছিরের ছেলে মমিন (৩৫), সমরা পাহানের ছেলে অমল চন্দ্র পাহান (২৮), বাখরপুর গ্রামের আয়েজ কবিরাজের ছেলে কবিরাজ আব্দুল হাকিম (৩০),ফার্শিপাড়া গ্রামের বয়েন উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩০), উত্তর
চকরহমনের তছির উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৫৫), কালুপাড়া গ্রামের আব্দুর গফুরের ছেলে মোঃ আমিনুল ইসলাম(৩৫),পৌর সদরের আমাইতাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রাসেল (২০)।
ফাশিপাড়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন মিঠু (৩৫)। গাজা ব্যাবসায়ী ধুরইল গ্রামের সনাতন বর্মন (৪৫)। আটককৃদের কাছ থেকে হেরোইন, ইয়াবা গাজা উদ্ধার করা হয়েছে মর্মে সাব ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান। অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, “ধামইরহাট উপজেলার মাদকমুক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে। ”
Posted ০৮:০৮ | মঙ্গলবার, ২৯ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin