| রবিবার, ২৭ মে ২০১৮ | প্রিন্ট
এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় দুই মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করেছে মান্দা থানা পুলিশের সদস্যরা। গত শনিবার দুপুর আড়াইটার দিকে টার দিকে উপজেলার সদর পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বড়পই গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহেল রানা (২৫) এবং লতিফুল ইসলামের ছেলে লালন হোসেন (২৬)।
মান্দা থানা পুলিশের উপপরিদর্শক সুজন আলী খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা হেরোইন বিক্রির প্রস্তুতির সময় সম্পূর্ণ গোপন খবরের উপর ভিত্তি করে এক অভিযান চালিয়ে পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ভবন এলাকায় গিয়ে দেখতে পান মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্ঠা করে। পুলিশ দু’জনকে থামতে নির্দেশ দেন। পরে তারা থেমে যায়। এসময় তল্লাশি করে তাদের কাছে এক গ্রাম হেরোইনের দুই পুিরয়া ও একটি পোটলা পাওয়া যায়। যার বাজার মূল্য পায় ৫হাজার টাকা।
মান্দা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বলেন, পুলিশের সদস্যরা মাদক অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ১৮:২৮ | রবিবার, ২৭ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin