| মঙ্গলবার, ২২ মে ২০১৮ | প্রিন্ট
ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’। আর এ ছবিতে ভিন্ন লুকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে। রবিবার রাতে সিনেমাটির ফাস্ট লুক পোস্টার প্রকাশের পরেই তাতে যোদ্ধার সাজে দেখা গেছে ঢাকাই সিনেমার সুপাস্টার শাকিব খানকে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। তবে প্রথম পোস্টারে বুবলীকে খুঁজে পাওয়া যায়নি।
‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়।
দেশীয় চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ছবিটি প্রসঙ্গে আশিকুর রহমান বলেন, এই সপ্তাহেই আমরা ‘সুপার হিরো’র ফাস্ট লুক টিজার উন্মুক্ত করবো।
Posted ১২:৩৬ | মঙ্গলবার, ২২ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain