| বুধবার, ১৬ মে ২০১৮ | প্রিন্ট
অ্যাটর্নি জেলারেল মাহবুবে আলম বলেছেন, একজনের বিরুদ্ধে যদি ৫টি মামলা থাকে ১টি মামলায় জামিন পেলে অন্যান্য মামলাগুলোতে জামিন না পাওয়া পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। ৫টি মামলা থাকলে তাকে ৫টি মামলাতেই জামিন নিতে হবে।
বুধবার সকালে হাইকোর্ট চত্ত্বরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেলারেল বলেন, খালেদা জিয়াকে যে ৪ মাসের জন্য জামিন দিয়েছিল, এই জামিনটি যে দিন হাইকোর্ট ডিবিশন দিয়েছিল এবং যে দিন এটি আপিল বিভাগ স্টেট করেছিল সে কয়টি দিন ধরা হবে। আজকে থেকে সেটা কার্যকরি হবে।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অন্য কোনো মামলার ওয়ারেন্ট আছে কিনা? পেইন্ডিং আছে কিনা? সেটা তো আর আমি বলতে পারবো না। সে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তার আইনজীবীরা বলতে পারবেন।
মাহবুবে আলম বলেন, এখন আমি যেটা প্রস্তুত হব, সেটা হলো যেহেতু সর্বোচ্চ আদালত তাকে তার দায়ের করে আপিলটি ৩১ জুলায়ের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দিয়েছে। এই আপিলটি শুনানির ব্যাপারে এখন আমরা প্রস্তুতি নেব। সর্বাত্মকভাবে প্রস্তুত হব। সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি
Posted ১৩:০৯ | বুধবার, ১৬ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain