| মঙ্গলবার, ১৫ মে ২০১৮ | প্রিন্ট
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা মাথায় নিয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে সিদ্ধান্ত হবে কাল।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন অাপিল বেঞ্চ এ বিষয়ে অাদেশের দিন পিছিয়ে কাল ধার্য করেন।
অাজ মামলাটি অাদেশের জন্য এলে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে অালম অারও শুনানি করতে কাল পর্যন্ত সময় চান।
এসময় প্রধান বিচারপতি বলেন, কাল অামাদের একজন ব্রাদার থাকবেন না। অাপনি এখনই বলুন। অ্যাটর্নি জেনারেল অাবারও সময় চাইলে অাদালত দুপুর ১২টায় অাসতে বলেন।
পরে দুপুর ১২ টায় অ্যাটর্নি জেনারেল শুনানি করেন। তার শেষ হলে জয়নুল অাবেদীন বলেন, এর অাগে হাইকোর্ট জামিন দেওয়ার পর কোন মামলায় তারা অাপিল বিভাগে অাসেনি। খালেদা জিয়ার এটি একমাত্র মামলা যেখানে দুদক ও রাষ্ট্র এক হয়ে এসেছে।
পরে অাদালত অাদেশেরর জন্য বুধবার দিন ঠিক করে দেন।
Posted ১৩:৪৬ | মঙ্গলবার, ১৫ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain