| সোমবার, ১৪ মে ২০১৮ | প্রিন্ট
খুলনায় বিএনপি নেতাকর্মীদের গণ হারে গ্রেফতার বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাজাহানের করা রিটের প্রেক্ষিতে সোমবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন।
পুলিশের মহাপরিদর্শক, খুলনার পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গণ গ্রেফতার অাপিল বিভাগের নির্দেশনার পরিপন্থী কেন ঘোষণা করা হবেনা তা জানতে চেয়ে রুলও জারি করেছেন অাদালত।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নির্বাচন কমিশন, খুলনার পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীর অাইনজীবী মওদুদ অাহমেদ বলেন, এরই মধ্যে ৪০০-৫০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে বলে জানান তিনি।
Posted ১৫:৩২ | সোমবার, ১৪ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain