| শুক্রবার, ০৪ মে ২০১৮ | প্রিন্ট
মাসুদ সরকার, ধামইৃরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাট হারবাল চিকিৎসার নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ওই হারবাল চিকিৎসককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ধামইরহাট থানা সূত্র জানা যায়, উপজেলার হরিতকীডাঙ্গা এলাকায় আ. কাদেরের ছেলে আব্দুল মোমিন (৩১) মডার্ণ হারবাল ও ইউনানী দাওয়াখানা নামে তার ঔষুধ ব্যবসার পাশাপাশি চিকিৎসা প্রদান করে থাকেন। এই হারবাল চিকিৎসার পাশাপাশি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে রাতে এ.এসআই নুরুন্নবীনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নেশাজাতীয় পেন্টাডল, ওমরফনজাতীয় সেক্সুয়াল ঔষধ বিক্রিকালে তাকে হাতে নাতে আটক করেন। রাতেই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া আটককৃত মাদক ব্যবসায়ী মোমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদাম করেন। চিকিৎসার নামে মাদক ব্যবসায়ী মোমিনকে গ্রেফতারে পুলিশের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী।
Posted ১৭:০০ | শুক্রবার, ০৪ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin