| সোমবার, ২০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২০ জানুয়ারি : পুলিশের করা তিনটি পৃথক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ছয় মাসের অন্তর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের এ আদেশ দেন।
আদালতে খোকনের পক্ষে শুনানি করেন রফিক-উল হক ও জয়নুল আবেদিন। তাদের সহায়তা করেন সগীর হোসেন, এ কে এম এহসানুর রহমান ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সেলিম।
ব্যারিস্টার খোকনের আইনজীবী এ কে এম এহসানুর রহমান বলেন, মতিঝিল থানায় দুটি ও রমনা থানায় একটি মামলায় খোকনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তিন মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আইনগত বাধা নেই।
রাজধানীর বাংলামোটরে গাড়ি পোড়ানোর ঘটনায় ২৫ ডিসেম্বর রমনা থানায়, ৫ মে মতিঝিলে হেফাজতের সমাবেশে পুলিশ সদস্য নিহতের ঘটনায় পরদিন মতিঝিল থানায় করা মামলা এবং কমলাপুরে বোমা বিস্ফোরণের অভিযোগে ৫ নভেম্বর মতিঝিল থানায় মামলা হয়। এসব মামলায় বিচারিক আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় খোকনের আইনজীবীরা হাইকোর্টে আবেদনে করেন।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গ্রেফতার করা হয়।
Posted ১০:৩৪ | সোমবার, ২০ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin