| বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা ও জামিন আবেদনের বিষয়ে আগামী ১৭ মে আদেশের দিন ধার্য করেছে আদালত।
পুরান ঢাকার বকশিবাজারস্থ অস্থায়ী আদালতে বুধবার ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম এবং মহানগর হাকিম আহসান হাবীব আদেশের এ তারিখ ঠিক করেন।
এদিন এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে হাজিরা ও জামিন আবেদনের ওপর শুনানি করেন।
এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা আদালতকে বলেছি, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে আছেন। মামলা দুইটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। শুনানি শেষে বিচারকদ্বয় আগামী ১৭ মে খালেদার হাজিরা ও জামিন সংক্রান্ত আদেশের জন্য দিন ধার্য করেছেন।’
এর আগে গত ১২ এপ্রিল উভয় মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার দেখানোসহ জামিনের আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। এরপর শুনানির জন্য ২৫ মে দিন ধার্য করা হয়।
২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ভুয়া জন্ম দিনের ামলা দায়ের করেন। পরে ওই বছর ২৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
অন্যদিকে যুদ্ধাপরাধীদের মদদের মামলাটি ২০১৬ সালের ৩ নভেম্বরী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী দায়ের করেন। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারী তেজগাঁও থানার ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই বছর ১২ অক্টোবর সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
Posted ১৩:৪৯ | বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain