| রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৯ জানুয়ারি : বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ ও এম কে আনোয়ারসহ দলটির পাঁচ নেতাকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অকারণে হয়রানি ও গ্রেফতার এড়াতে করা পৃথক রিটের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।
অপর তিন নেতারা হলেন-বিএনপি স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন।
আদালতে বিএনপির ৫ নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সহায়তা করেন আইনজীবী আনোয়ারুল ইসলাম এবং এ কে এম এহসানুল রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
Posted ১২:৩১ | রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin