| শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : ঢাকাই চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী অভিনীত ‘চালবাজ’ সিনেমা বাংলা নতুন বছরে ঢাকা ও কলকাতায় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। তবে বৈশাখেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি কলকাতায় ২০ এপ্রিল মুক্তি পাচ্ছে। অন্যদিকে ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে পারে ২৭ এপ্রিল। ছবিটি আগামী সপ্তাহে সেন্সরে যাচ্ছে।
কলকাতা অংশের মুক্তির খবর নিশ্চিত করেছে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। ‘চালবাজ’ ভারতীয় ছবি। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রযোজক গোলাম কিবরিয়া লিপু তার এন ইউ ট্রেডার্সের ব্যানারে ছবিটি আমদানি করছেন।
জানা গেছে, ‘চালবাজ’ ছবিটি আমদানির জন্য ৮ মার্চ তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। ২১ মার্চ পর্যন্ত অপেক্ষার পরেও মন্ত্রণালয় থেকে তিনি কোনো গ্রিন সিগন্যাল পাননি। তথ্যমন্ত্রী ২৭ মার্চ চালবাজ ছবিটি দ্রুত আমদানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টকে নির্দেশ দেন। জটিলতা কাটিয়ে ঢাকাসহ সারাদেশে ছবিটি ২৭ এপ্রিল মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।
Posted ১৩:১২ | শনিবার, ১৪ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain