| মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
ফোনে কারো সাথে কথা বলেন আলিয়া। ফোন করে বর্ডারের ওপারের খবর নেন তিনি। পরে, ফোনের ওপাশের কোনো এক প্রস্তাবে রাজিও হলেন আলিয়া। তাঁর শেষ কথা, হ্যাঁ আমি রাজি। কিন্তু কিসে রাজি হলেন আলিয়া? কেনই বা রাজি হলেন?
কথা গুলো শুনে একটু চিন্তিত হওয়ারই কথা। একই সাথে মনে প্রশ্ন জাগাটাও স্বাভাবিক কেন বর্ডারের ওপারে ফোনে যোগযোগ হল আলিয়ার?
আসলে এই প্রশ্নোগুলোর উত্তর কিছুটা পাওয়া যাবে সম্প্রতি প্রকাশ পাওয়া ৪০ সেকেন্ডের একটি ভিডিও থেকে, যেটি আলিয়া নিজেই প্রকাশ করেছেন। আর এই ভিডিওটি তাঁর আগামী সিনেমা ‘রাজি’র কয়েকটি ক্লিপ। তবে, উপরের প্রশ্নোগুলোর উত্তর আরও ভালোভাবে জানাতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। কারণ, আগামীকাল ১০ এপ্রিল রাজি’র ট্রেলার লঞ্চ হতে যাচ্ছে।
বলিউডের খ্যাতনামা প্রযোজক কারান জোহর প্রোযোজিত ‘রাজি’ সিনেমায় আভিনয় করছেন আলিয়া। আর এটির পরিচালনা করছেন প্রখ্যাত গীতিকার ও কবি গুলজার কন্যা মেঘনা গুলজার। সেখানে আলিয়াকে দেখা যাবে একজন গুপ্তচরের ভূমিকায়। আলিয়ার শেয়ার করা ৪০ সেকেন্ডের ভিডিও ক্লিপটিও সেই ইঙ্গিত দিয়েছে।
এদিকে, স¤প্রতি ব্রহ্মাস্ত্রের শুটিং শেষ করেছেন আলিয়া ভাট। চলছে গুলি বয়ের শুটিং। কিন্তু, এই ব্যস্ত শিডিউলের মধ্যে ১০ এপ্রিল ‘রাজি’র ট্রেলার লঞ্চ করার সময় উপস্থিত থাকার কথাও দিয়েছেন তিনি। সূত্র : বৈশাখী টিভি অনলাইন
Posted ১৫:৩৯ | মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain