| বুধবার, ২৮ মার্চ ২০১৮ | প্রিন্ট
রাশেদ খান মিলন, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর সদর উপজেলার জেলা কারাগারের সামরে থেকে ১,০০০ পিস ইয়াবাসহ রহিম মোল্লা (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়,রাজবাড়ী। মঙ্গলবার (২৮ মার্চ,২০১৮) তারিখ দুপুর ০২ঃ৩০ ঘটিকায় ভবানীপুর রাজবাড়ী জেলা কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর উপজেলার গোয়ালন্দ মোড় নিমতলা গ্রামের মৃত আব্দুল কাদের মোল্লার এর ছেলে রহিম মোল্লা (৩৪) কে ১.০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted ১৯:৪১ | বুধবার, ২৮ মার্চ ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin