| মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ | প্রিন্ট
ব্রহ্মাস্ত্র’ ছবির অ্যাকশন দৃশ্যে শ্যুটিংয়ের সময় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আয়ান মুখার্জী পরিচালিত ছবিটির শ্যুটিং চলছে বুলগেরিয়াতে। ডান কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন আলিয়া। তাকে ১৫ দিনের জন্য বিশ্রামেই থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।
চলতি মার্চের শেষ দিকেই শ্যুটিং শেষ করে ভারত ফেরার কথা ছিল ‘ব্রহ্মাস্ত্র’ ইউনিটের। কিন্তু আলিয়া আহত হওয়ার শ্যুটিং বন্ধ হয়ে গেছে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর কাপুরের প্রেমিকার চরিত্রে দেখা যাবে আলিয়াকে। ছবিটির জন্য ঘোড়ায় চড়া শিখেছেন আলিয়া। সম্প্রতি এ ছবির শ্যুটিং ব্যস্ত থাকায় জন্মদিনে দেশে ফিরতেও পারেন তিনি। সেটেই জন্মদিন পালন করেছেন ‘রাজি’ অভিনেত্রী।
‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও ছোট পর্দার অভিনেত্রী মৌনি রয়। আগামী বছরের ১৫ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Posted ১৩:৪১ | মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain