| বৃহস্পতিবার, ০৮ মার্চ ২০১৮ | প্রিন্ট
ক্যামেরার সামনে প্রকাশ্যে কাঁদলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও এটা কোনো ব্যাপারই না বলিউড অভিনেত্রীর কাছে। কারণ আগেও বহুবার কেঁদেছেন তিনি। কিন্তু কষ্ট পেয়ে কেঁদেছেন কি? হয়তো না। কারণ এবারের কান্না ক্যামেরার সামনে হলেও এটা কোনো অভিনয় ছিল না। বাবার কথা বলতে গিয়েই তিনি কেঁদেছেন। বচ্চনবধূর সেই ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
জি নিউজের খবর, বেশ কয়েক বছর ধরেই ‘স্মাইল ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ঐশ্বরিয়া। যেখানে শিশুদের হাসি ফিরিয়ে দেওয়ার কাজে প্রত্যক্ষ সহযোগিতা করেন বচ্চনবধূ। অর্থাৎ, অসহায় শিশুরা যাতে ভালভাবে বেঁচে থাকতে পারে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সেই চেষ্টাই চালান সাবেক এই বিশ্ব সুন্দরী।
‘স্মাইল ফাউন্ডেশন’-এর একটি অনুষ্ঠানে সম্প্রতি হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। আর সেখানেই বাবা কৃষ্ণরাজ রাই-এর কথা মনে পড়ে যায় নায়িকার। এরপর আর কান্না চেপে রাখতে পারেননি তিনি। তার জীবন গঠনে বাবার ভূমিকা কতটা, এটা প্রকাশ্যে এনে যেন অতীতে হারিয়ে যান ঐশ্বরিয়া। আর রাই সুন্দরীকে কান্নার এই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
https://youtu.be/wPF1CtbYbLI
Posted ১৬:০৬ | বৃহস্পতিবার, ০৮ মার্চ ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain